ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিলের বিকল্প নেশা ৯৮ বোতল ইস্কাফ সিরাপ সহ একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি ফিরোজ ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতলা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে পূর্বের দুইটি  মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড় থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীকে শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।