মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ জানুআরি ) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, পৌর মেয়র তোফাজ্জল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শুভাশীস চাকমা,বাঞ্ছারামপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌশাদ মামুদ,ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার,তেজখালি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান একে এম শহিদুল হক বাবুল নানা, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেন নব নির্বাচিত সদস্যবৃন্দ। ইউনিয়ন গুলো হলো তেজখালি, পাহাড়িয়া কান্দি, দরিকান্দি, ছয়ফুল্লাকান্
শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।