স্পোর্টস ডেস্কঃ পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ইংল‍্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। যদিও বাংলাদেশের কাছে গত আসরে হেরে রানার্স-আপ হয়েছিল ভারতীয় যুবারা।

অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) অ‍্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি ইংল্যান্ড জাতীয় দলের উত্তসূরীরা।

ভারতীয় যুবাদের বোলিং তোপে ৪৪ দশমিক ৫ ওভারেই ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ১৪ বল বাকি (৪৭.৪ ওভার) থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় যুবারা। আইসিসি অনূধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের এটি পঞ্চম শিরোপা জয়। ভারতের পক্ষে বল হাতে বাজিমাত করেন রাজ বাওয়া এবং রবি কুমার। ৯ দশমিক ৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাওয়া, আর ৯ ওভারে ৩৪ রান দিয়ে রবি শিকার করেন ৪টি উইকেট। বল হাতে ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে ফাইনাল সেরাও হয়েছেন রাজ বাওয়া।

বিসিসিআই আজ এক টুইটে ভারতীয় যুবাদের প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ফাইনালে নীলরঙা বালকদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ড ৪ উইকেটে হারল। এটা ইন্ডিয়ার পঞ্চমবারের মতো অনুর্ধ১৯ বিশকাপ জয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি