বিনোদন ডেস্কঃ সাবেক পর্ণতারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস। সানির বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি ২৯ লাখ রুপি নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ যাননি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) কোচি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। সানি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কি বলেছেন, তা জানায়নি তারা।

কোচির অপরাধ দমন শাখার সূত্র মারফত খবর, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানেই দেখা করতে যান অপরাধ দমন শাখার একটি দল। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।

এদিকে প্রথমে রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। পরে তা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওন ২৯ লাখ রুপি নিয়ে ফেরত দেননি। আর যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাতে উপস্থিতও হননি।

উল্লেখ্য, এর আগে সানি লিওনের বিরুদ্ধে মুম্বাইয়ের হাইকোর্টে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মডেল পূজা মিশ্র। এ ছাড়া দিল্লির যুবক পুনীত আগারওয়ালও তার বিরুদ্ধে মামলা করেছিলেন। সুত্রঃ আনন্দবাজার, জিও নিউজ। 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *