গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, ১৬৬০টি ইয়াবা ট্যাবলেট, ৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২ লক্ষাধিক নগদ টাকা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ১টি পকেট স্কেল জব্দ করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে র্যাব-১-এর গাজীপুর ক্যাম্প’র কোম্পানি কমান্ডার এএস এম মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের ঘোরাছাঢ়া এলাকার সেলিম রেজা ও একই উপজেলার গজারিয়া এলাকার মিম খাতুন। তাদের মধ্যে সেলিম গাজীপুর মহানগরের ভোগড়া উত্তর পাড়া মমতাজ উদ্দিনের বাড়ির ভাড়াটে এবং মিম মধ্য ভোগড়া এলাকার জব্বর হাজী বাড়ির ভাড়াটে।
এদিকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেরোইন, ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট সংগ্রহ করে ভোগড়া এলাকায় মাদক স্পট তৈরি করে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন।
বাসন থানার ওসি মালেক খসরু জানান, এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।