মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে ছে‌লে কতৃক জন্মদাতা পিতা‌কে পি‌টি যখ‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ছে‌লের নির্যাত‌নে  পিতা রায়পুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে  চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছেন ব‌লে জানা যায়।

ঘটনা‌টি ঘ‌টে রায়পুর উপ‌জেলার উত্তর সাগরদী ৯ নং ওয়া‌র্ডে। অ‌ভিযুক্ত ম‌নোয়ার (৩৮) হা‌ফেজ মোঃ সোলাইমান (৮৪) এর মে‌ঝো ছে‌লে ব‌লে জানান। জানা যায় ক‌য়েক বছর যাবত সম্প‌ত্তি নি‌য়ে বাপ ছে‌লের মা‌ঝে বি‌রোধ ছি‌লো। হা‌ফেজ মোঃ ‌সোলাইমান অ‌ভি‌যোগ ক‌রেন ম‌নোয়ার তাকে এর আ‌গে ও ক‌য়েকবার শারী‌রিক ভা‌বে লাঞ্চিত  করে।

ছে‌লের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ কা‌রি বাবা সোলাইমান জানান তার ৪ ছে‌লে ১ মে‌য়ে।  ‌তি‌নি অ‌ভি‌যোগ ক‌রেন মে‌ঝো ছে‌লে ম‌নোয়ার ক‌য়েক বছর পূ‌র্বে জ‌মি অ‌ন্যের না‌মের কের্ড হ‌য়ে‌ছে তা সং‌শোধ‌নের জন্য মি‌থ্যে কথা ব‌লে বাবা সোলাইমান এবং তার মা‌য়ের স্বাক্ষর নেয় স্টাম্পে। এর কিছু দিন পর জান‌তে পা‌রেন ছে‌লে তার সম্প‌ত্তি  হেবা রে‌জি‌স্ট্রি ক‌রে নি‌য়ে‌ছে এ‌তে অ‌ভিযুক্ত ছে‌লে ম‌নোয়ার, বাবা সোলাইমান‌কে জ‌মির কা‌ছে যে‌তে বাধা দিত ব‌লে জানান।

পুনরায় মঙ্গলবার (২২ মার্চ ) পুনরায় ছে‌লে ম‌নোয়ার তার বাবা সোলাইমান‌কে মার‌ধোর ক‌রে যখম ক‌রে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন । এ বিষ‌য়ে জানার জন্য অ‌ভিয‌ুক্ত ম‌নোয়া‌রের সা‌থে যোগা‌যো‌গের ‌চেষ্টা ক‌রে পাওয় যায়‌নি। মনোয়া‌রের স্ত্রী  ব‌লেন তার স্বামীর বিরু‌দ্ধে সকল অ‌ভি‌যোগ মি‌থ্যে এবং ভি‌ত্তিহীন।

এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া  বলেন, আমি এই বিষয়ে অবগত আছি,  তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।