জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে এফবিসিসিআইর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভায় দেয়া দায়িত্ব অনুযায়ী সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিমকে এই নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড গঠন করেন।

এদিকে, এফবিসিসিআই সংগঠনের ২০২১-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করবে।

এই তফসিল মোতাবেক এফবিসিসিআইর সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রেরণ, প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে এজিএম ও অতিরিক্ত জরুরি সভা আয়োজনের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় পত্র দেয় এফবিসিসিআই। সুত্রঃ বাংলা টিভি।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *