বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলায় ১০০ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩৬) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।

আটক আনোয়ার হোসেন উপজেলা মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। আগে দৈনিক খোলা কাগজ ও দৈনিক মুক্ত জমিন পত্রিকায় কাজ করতেন। বর্তমানে কোন পত্রিকা কাজ না করলেও প্রেসক্লাবের পরিচয় ও পূর্বের পত্রিকার বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিতেন।

গত শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে শাজাহানপুর থানার এস আই শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান চালিয়ে উপজেলা সাজাপুর পন্ডিতপাড়া কলাবাগান এলাকা থেকে তাকে আটক করেন।

শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সঙ্গীয় অফিসার এসআই হাফিজুর রহমান, রেজাউল করিম, এএসআই শামীম হোসেন ও ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা সাজাপুর পন্ডিত কলাবাগান এলাকায় থেকে ১০০ পিচ ইয়াবা সহ আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।