নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া বনানী থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, গত ৮ এপ্রিল ২০২২ শুক্রবার বিকাল ৬.৫০ ঘটিকার সময় বগুড়া ডিবির একটি টিম বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী গোলচত্তর নামক স্থানের ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে টিএন্ডটি এক্সচেঞ্জ এর সামনে ফাঁকা জায়গা হইতে ০৪ (চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আঃ রশিদ(২৬), পিতা-মোঃ আকবর আলী, সাং-পশ্চিম রামখানা, থানা-নাগেশ্বরী ও ২। মোঃ আহসানুল হক আলম(২৬), পিতা-মোঃ ফরিদুল হক, সাং-অনন্তপুর, থানা-ফুলবাড়ী, উভয় জেলা-কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
প্রকাশ থাকে যে, ১নং আসামী মোঃ আঃ রশিদ(২৬) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রহিয়াছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।