মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকার ভার্থখলাস্থ আবাসিক হোটেল অভিতে দেহব্যবসা থামছেই না। গত সপ্তাহের বুধবার আবারো অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৩ মহিলা ও ৬ পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দক্ষিণ সুরমা থানার অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার বাঘবের, লতারগাও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), জৈন্তাপুরের গুচ্চগ্রামের আব্দুল সবুরের ছেলে ফখরুল ইসলাম (২৪), মৌলভীবাজার জেলার জুড়ী থানার বদিটিল্লা এলাকার মৃত সুনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৪৫), দোয়ারাবাজার থানার মান্নারগাঁওয়ের মৃত গেদা মিয়রে ছেলে জয়নাল মিয়া (৩০), দক্ষিণ সুনামগঞ্জ থানার পাগলা এলাকার আসাদ মিয়ার ছেলে হাসান (২২), সুনামগঞ্জ সদর থানার নবীনগর গ্রামের সুরেশের ছেলে শ্রী শ্যামল (৪০) সহ আরও তিন নারীকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আর আবাসিক হোটেলের উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্থখলাস্থ একই আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ৭ নারী-পুরুষকে গ্রেফতার করে ছিল পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *