তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে ৪ সহোদরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের পক্ষের ৮ জন আহত হয়। এছাড়া আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গেল শুক্রবার (৬ মে) সকালে উপজেলার সুনামপুর গ্রামের দুদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় আহত সহোদরদের বাবা রাসেন্দ্র দাস প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আহত সহোদররা হচ্ছেন- সুনামপুর গ্রামের রসেন্দ্র দাসের চার ছেলে বিমল চন্দ্র দাস (২১), নকুল চন্দ্র দাস (২৬), শিবুল দাস (২৪) ও ময়না দাস (২৮)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেন্দ্র দাসের সাথে একই গ্রামের নুর উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। বাড়ির সামনে রাস্তার পাশে নুর উদ্দিনের একটি মুদির দোকান রয়েছে। শুক্রবার সকালে রাসেন্দ্র দাসের ছেলে বিমল চন্দ্র দাস দোকানের সামনে আসা মাত্র নুর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বিমলকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত দা দিয়ে মাথায় কোপ দিয়ে হামলা চালায়। তার চিৎকারে বিমলের ভাই নকুল চন্দ্র দাস, শিবুল চন্দ্র দাস ও ময়না চন্দ্র দাস ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে নুর উদ্দিন, তার ছেলে দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন তাদের সঙ্গীরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে চার সহোদরসহ উভয় পক্ষের ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় আহতদের বাবা রাসেন্দ্র চন্দ্র দাস ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।