মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার  রায়পুরে পৃথকভাবে ডাকাতিয়া নদীর সংযোগ খাল থেকে এক যুবক ও বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ মে) উপজেলার চরপাতা ইউপির খাইল্লারপুল এলাকার খাল থেকে এক  যুবক (২৮) এবং সোমবার (১৬ মে) সন্ধায় চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বাংলাবাজার এলাকার খাল থেকে বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া লাশ দুটি হলো, মোঃ হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা নামক এলাকার মোল্লা বাড়ির মৃত অলিউল্লার ছেলে। সে ইট ভাঙ্গার শ্রমিকের কাজ করতেন।। অন্যজন চরআবাবিল ইউপির হাজি বাড়ীর সোনা মিয়ার মেয়ে হাজেরা বেগম (৬০)। তিনি স্ট্রোকের রুগী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রায়পুর-চাঁদপুর মহাসড়কের পাশে চরপাতা ইউপির খাইল্লারপুলের নাজির আলী বাড়িতে বোনের বাড়িতে বেড়াতে যায় হান্নান। ওই বাড়িতে থেকে নীজের বাড়ি ফেরার পথে একই এলাকার খালের মধ্যে হান্নানের লাশ ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়া হয়। তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভূগছিলেন ব‌লে জানা যায়। সোমবার দুপুরে বোনের বাড়িতে এসে খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নেয়।

অপরদিকে, সোমবার সন্ধায়  চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বাংলাবাজার এলাকার খালের পাশ দিয়ে বাজারে এসে কাজ বাজার করে বাড়ি যাচ্ছিলেন হাজেরা বেগম (৬০)। হঠাৎ ষ্টোক করায় মাটিতে লুটে পড়ে খালে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া ডিজিটাল বাংলা নিউজকে বলেন, সোমবার সন্ধায় রায়পুরে হায়দরগঞ্জবাজারের পাশে খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করলেও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে চরপাতা গ্রামের খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।