অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে পা‌রিবা‌রিক কলহের জেরে শাহেরা বেগম (৩৪) নামের তিন সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছেন। শ‌নিবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত বাবুর চর এলাকায় এ ঘটনা ঘটে‌।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়নের জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা মহুবর রহমান ব্রহ্মপুত্র নদের ভাঙ‌নের শিকার হয়ে ওই এলাকার সীমানা লা‌গোয়া হা‌তিয়ার বাবুর চরে বসবাস করে আসছেন। গত কয়ক‌দিন ধরে স্বামী মহুবর ও শাহেরা বেগমের মধ্যে মনমা‌লিন‌্য চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ‌নিবার সকালে অভিমান করে স্বামী ও পরিবারের অজান্তে ঘরের মাঁচার উপর আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেন শাহেরা বেগম।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইম‌তিয়াজ ক‌বির জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে।