মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্য বাহী উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষাকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ প্রাক্তন প্রধান শিক্ষক মো.বজলে কাদির ও বাবু নিতাই চন্দ্র সাহাকে সন্মাননা প্রদান ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শনিবার (১১ জুন) সকাল ১০ঘটিকার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর ও স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো.তাজুল ইসলাম তাজ মিয়া,বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান।
উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আজারুল ইসলামের সঞ্চালনায় কাজী জাদিদ আল-রহমান জনি বলেন, তোমাদের জন্য সুখবর আজকে তোমরা ঘরে বসেই পরীক্ষা দিতে পারছো,বাহিরে কোথাও যেতে হবেনা তোমরা চিন্তা মুক্ত হয়ে সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে স্কুলের সন্মান ঐতিহ্য ধারাবাহিক ভাবে ধরে রাখবে, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভালো ফলাফল করে আমাদের এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। আমি তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জল ও উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
এসময় উপস্হিত ছিলেন বাবু নারায়ণ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডার,মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,হাজী আব্দুল বাতেন সাবেক মেম্বার, হারুনুর রশীদ,হুমায়ুন কবির, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলম সরকার,হুমায়ুন আহমেদ, আশাদুজ্জামান রাজলু, সাবেক মেম্বার আব্দুল হাকিম, ইয়ামিন, শহীদ মিয়া, মনির মেম্বার, নাছির উদ্দিন, আবুকালাম, ইকবাল, আশরাফ আলীসহ আমন্ত্রিত অতিথি শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।