সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে আসা মা এবং ছেলের মরদেহ উদ্ধার করেছে  জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন, গত শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে ছেলেসহ নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন ওই নারী। সড়কের ওপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবর পাওয়া যায় নি। আজ সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তিনি আরো বলেন, এমন মর্মান্তিক ঘটনা আরো ঘটেছে কী না আমরা জানি না। কারণ শুক্রবার ও শনিবার প্রবল স্রোত ছিলো ওই এলাকায়। মা ও ছেলে তলিয়ে যাওয়ার পর কেউ খবর নিতে পারেননি। নাজমুন নেছার স্বামী আজর আলীও পানিতে ডুবে মারা গিয়েছিলেন।

এদিকে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, আজ সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।