মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের উদ্যো‌গে ফ্রি ব্লাড গ্রু‌পিং ও স‌চেতনতা ক‌্যা‌ম্পিং করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৯ ফেব্রুয়া‌রি) জুমার নামা‌জের পর ৩নং চরমোহনা ৮নং ওয়ার্ড কাফিলাতলীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও সচেতনতা ক্যাম্পিং করা হয়। এ সময় একশ’র অ‌ধিক ফ্রি ব্লাড গ্রু‌পিং করা হয়।
ব্লাড গ্রু‌পিং ও স‌চেতনতা ক‌্যা‌ম্পিং অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যোক্তা ও প‌রিচালক জালাল উ‌দ্দিন রানা, প্রধান অথিতি বাবুরহাট ব্লাড ফাই‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা মাওলানা খিজির হায়াত খাঁন, বিশেষ মেহমান রাছেল হোসেন সুমন, পারভেছ আখন, সমাজ‌ সেবক নূর নবী , আরিফ হোসেন ও বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *