স্পোর্টস ডেস্কঃ হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম থাকবেন ম্যাচ পরিকল্পনায়। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপচারিতায় এসব তথ্য দেন তিনি।
বিসিবি সভাপতি জানান, আপাতত ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেবেন রাসেল ডোমিঙ্গো। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি। ঢাকায় থেকে তিনি ওয়ানডে ও টেস্টের খেলোয়াড়দের তৈরি করবেন।
তিনি আরো জানান, এফটিপিতে অনেকগুলো ম্যাচ পেয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী আগামীর পরিকল্পনা প্রস্তুত করতে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং নতুন আসা উপদেষ্টা কোচ শ্রীধরন শ্রীরামের সাথে আলোচনা করেছেন তিনি।
এদিকে, ডোমিঙ্গোর সাথে কথা বলে পাপন জানিয়েছেন, হেড কোচ আগামী ৩ সপ্তাহের মধ্যে বিস্তারিতভাবে পরিকল্পনা সাজাবেন। তাছাড়া জাতীয় ক্রিকেট লিগ দেখার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন ডোমিঙ্গো। পাইপলাইন সমৃদ্ধ করার কাজ করবেন তিনি। তাছাড়া যেসব ক্রিকেটার জাতীয় দলের বাইরে আছেন তাদের নিয়েও কাজ করবেন ডোমিঙ্গো।
উল্লেখ্য, এশিয়া কাপে না থাকলেও ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডের বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।