তিমির বনিক,মৌলভীবাজারঃ রাজনগরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খান আর নেই। শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে তিনি রাজনগরের কর্ণিগ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।
প্রতিবেশিদের সূত্রে জানা গেছে, আছকির খান নিজ বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে অসুস্থতাবোধ করলে তাঁকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বীরমুক্তিযোদ্ধা আছকির খান রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাত্তরের রণাঙ্গণে সক্রিয় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৫ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে সাবেক চিফ হুইপ,অনুমিত বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল প্যানেল চেয়ারম্যান প্রেম সাগর হাজরা সহ শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *