কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙনের কবল থেকে কৃষি জমি, চলাচলের রাস্তা ও বসতবাড়ী রক্ষার জন্য ভাঙন প্রতিরোধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১১টার দিকে চর গোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে ভাঙন কবলিত শত শত নারী পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আলমগীর হোসেন, আজিবর রহমান, সারাতন বিবি প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘ দেড় মাস থেকে ধরলা নদীর তীব্র ভাঙনে চর গোরক মন্ডল এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তার প্রায় দুই শত মিটার নদীতে চলে গেছে, শত শত বিঘা আবাদী জমি, গাছপালার বাগান, বাঁশঝাড় সহ অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো অল্প দিনের মধ্যে নদী গর্ভে হারিয়ে যাবে এ গ্রামটি। তাই ভাঙন প্রতিরোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।