সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী নভেল করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন।

আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নগরীর সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী উপস্থিতে মেয়র রেজাউল করিমকে টিকা প্রদান করেন হাসপাতাল মেডিক্যাল টেকনোলজিস্ট আশীষ বর্ধন।

করোনার টিকা নেওয়ার পর মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেছি, আপনারাও যথাযথ নিয়ম মেনে টিকা নিন। যেখানে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র এখনো ভ্যাকসিন পায়নি সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের বিষয়।

চসিক মেয়র আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *