মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপু‌রের রায়পু‌রে বাবার সা‌থে অ‌ভিমান ক‌রে আলামিন হো‌সেন রা‌কিব (১৮) না‌মে এক কি‌শোর গলায় ফাঁস নি‌য়ে  আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

নিহত আল আ‌মিন হো‌সেন রা‌কিব রায়পুর  পৌরসভার ৮ নং ওয়া‌র্ডের মধ্য কে‌রোয়ার মিন্নত আলী মোল্লা বা‌ড়ির বিল্লাল হো‌সে‌নের ছে‌লে। সোমবার (১০ অ‌ক্টোবর) দিবাগত রাত  ১:০০ টা হইতে সকাল ৬:০০ টার মধ্যে যে কোন সময় একই বাড়ির তসলিম মিয়ার নির্মানাধীন বিল্ডিং ঘরের সিঁড়ির রডের সাথে ওর্না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকজন দেখতে পায় ।

প্রাথমিক ভাবে জানা যায়, বিল্লাল হোসেন তার ছেলে আলামিন হোসেন রাকিব কে কাজ কর্ম  করার জন্য বকাবকি করলে বাপের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন।