আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আজ বুধবার (৩ মার্চ) বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় এ নিয়ে আরো ৯ জন জান্তা বিরোধী বিক্ষোভে নিহত হয়েছে। খবর- বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একটি বিক্ষোভে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়। ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরও একজন নিহত হয়।

মিংগিয়ান শহরে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাগাইং অঞ্চলের মনওয়া শহরে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক মুখপাত্রকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

এদিকে বুধবার বার্তা সংস্থা এপি’র একজন ফটোগ্রাফারসহ ছয়জন সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

এর আগে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার এক ভার্চুয়াল মিটিংয়ে মিলিত হন। তবে ওই বৈঠকটি তেমন ফলপ্রসূ হয়নি।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীদের আটক করে। এর কয়েকদিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু কর।অভ্যত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সেইসাথে প্রতিদিন চলছে ব্যাপক ধরপাকড়।

মিয়ানমার নাউ সংবাদ সস্থা জানিয়েছে, বুধবার ইয়াঙ্গুনে ৩শ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পশ্চিমের চিন প্রদেশ, উত্তরের কাচিন প্রদেশ, উত্তরপূর্বের শান প্রদেশ, সাগাইংয়ের কেন্দ্রীয় অঞ্চলসহ সারা দেশেই বিক্ষোভ কর্মসূচী চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *