ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দরুণ সারাদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যায় সারাদেশে ৩ হাজার ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঐদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার।
আবহাওয়া অফিস আরো জানায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা শুষ্ক থাকায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।