আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই কারখানা ভবনে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, আগুনে দগ্ধ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ভারতের পুনের লুল্লানগর এলাকায় একটি বাণিজ্যিক ভবনেও আগুন লাগে। ওই ভবনে ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার জহির খানের একটি রেস্তোরাঁ রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এক ভিডিও পোস্ট থেকে দেখা যায়, দমকলকর্মীরা ভবনটির জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওই ভবনে একাধিক অফিস এবং দোকান রয়েছে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা-ও জানা যায়নি। তবে, এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ভবনটির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকলকর্মীরা।