তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (৩১ অক্টোবর) পৌর শহরস্থ পূর্বাশা আবাসিক এলাকায় একটি বাসা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচলক স্বপন দেব (সজল) সাপটিকে উদ্ধার করেন। তিনি জানান সাপটি প্রায় ৫ ফুট লম্বা।
সজল দেব আরও জানান, পূর্বাশার এলাকার রবিন পাল চম্পু নামের এক ব্যক্তির বাসায় দুধরাজ সাপ দেখতে পেয়ে উৎসুক কয়েকজন মিলে সাপটিকে মারতে চায়। পরে এক নারীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা সাপটির নাম দুধরাজ। নামে দুধরাজ হলেও সাপটি দুধ খায়ও না। ইংরেজী নাম- Copper Headed Trinket Snake, বৈজ্ঞানিক নাম- Coeloganathus Boie। দেখতে অনেক সুন্দর এই দুধরাজ একটি নির্বিষ সাপ।