আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই বিফোরণের ঘটনায় এক সন্দেহভাজন নারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, যে নারী বিস্ফোরণ ঘটিয়েছিল তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। তিনি বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেন। তিনি বলেন, আমাদের ধারণা হচ্ছে সন্ত্রাসী হামলা চালানো ওই নারী উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে এসেছে। যারা এই জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
দেশটির আইনমন্ত্রী বেকির বোজদাগ জানিয়েছেন, ওই নারীকে একটি ব্যাগসহ ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ইস্তিকলাল অ্যাভিনিউয়ের একটি বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। সেখান থেকে উঠে যাওয়ার কয়েক মিনিট পর বিস্ফোরণটি ঘটে।
উল্লেখ্য, ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তবে এরপর গত ৫ বছরে তুরস্কে বোমা বিস্ফোরণের কোনো সংবাদ পাওয়া যায়নি।