তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে সাত (৭) বোতল ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল মালিক শরীফপুর ইউপির সঞ্চবপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে।
গত শনিবার (১২ অক্টোবর) কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের সূত্র ধরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে উপজেলার ১১নং শরীফপুর ইউপির ঘাটের বাজার থেকে মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩৬) কে আটক করে, আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও তা জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রোববার (১৩অক্টোবর) কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।