মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতির সময় বাঙ্গরা বাজার থানা পুলিশের হাতে পাঁচ ডাকাত সদস্য গ্রেপ্তার হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানা নেতৃত্বে এস.আই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/১১/২০২২ ইং বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটের সময় বাঙ্গরা বাজার থানাধীন উত্তর বাখরাবাদ সাকিনস্থ রামচন্দ্রপুর টু মুরাদনগর রাস্তায় শ্বশানের ব্রীজের উপর উপস্থিত হয়ে ঘটনাস্থলের চারপাশ ঘেরাও করে সঙ্গীয় অফিসার, ফোর্স এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন- মোঃ সাকিব মিয়া(২২),মোঃ বাবু মিয়া(২৭),৩। মোঃ রুবেল ওরফে সুইফার রুবেল(২৮),মোঃ কাউছার মিয়া(৩১), মোঃ ময়নুল হোসেন ওরফে আমান(২৯),গ্রেপ্তার সকলে কুমিল্লা জেলার বাসিন্দা।বাংগরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লা জেলায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত, কুমিল্লা জেলা জেলখানায় সোপর্দ করা হয়েছে।