তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের অলিগলিতে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার নেতৃত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিটুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার এসব ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল শহরের নতুনবাজার, পোষ্টঅফিস রোড, হবিগঞ্জ রোড, পুরানবাজার, স্টেশন রোড এলাকায় সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এই অভিযানকে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানান এবং এ অভিযান অব্যাহত থাকে।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন,পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা এবং সচেতনতা কামনা করেন। এ ব্যাপারে তার কোন দূর্বলতা নেই, ফুটপাত যারা দখল করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গল পর্যটকদের পছন্দের তালিকায় থাকে এজন্য যানজট নিরসনে ও অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে সুন্দর করে রাখা সকলের দায়িত্ব।