তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ নেতৃবৃন্দদের মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গণমিছিল বের হয়। গনমিছিলটির নেতৃত্ব ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। পরে গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার টাউন ঈদগাহে সমাবেশে মিলিত হয় নেতৃবৃন্দরা।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনিপর সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, আজকের এই বিশাল গণমিছিল দেশের জনগনকে দেখাচ্ছে, এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে শান্তিপূর্ণভাবে লালকার্ড দেখাচ্ছে। বিশ্বর কোন ফ্যাসিস্ট সরকারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে যায় না। সামনের দিনে আমাদের আন্দোলন আরো জোরদার ও বেগমান হবে। আরো বহু কর্মসূচি আসবে কেন্দ্র থেকে। আমরা সকলেই শহীদ জিয়ার সৈনিক। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দদের মুক্তি ও ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সকল অংঙ্গ সংগঠন, সকল উপজেলা ও ওয়ার্ডকে আরো কঠিন কর্মসূচির জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি নেতা হয়েছেন পদ পেয়েছেন, এটার প্রমাণ দেয়ার জন্য এখন পরীক্ষা দিতে হবে। এখন এই পরীক্ষার সময়। তাই আগামী সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। আজকের এই কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, আশিক মোশাররফ, মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম, জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা মহিলা দলের নেত্রী সুফিয়া সুলেমান কলি, শ্যামলী সূত্রধর, আমেনা বেগম ডলি, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপুসহ শ্রীমঙ্গল, বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দদের উপস্থিতিতে হাজারো মানুষের ঢল নামে।