সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় ১১ কোটি টাকার মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২)।
আজ মঙ্গলবার (৯ মার্চ) ভোরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নাফ নদের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, আজ ভোরের দিকে দুজন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন বিজিবি সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি-২ মিডিয়া উইং।