অনলাইন ডেস্কঃ বাস, লঞ্চ ও ট্রেনসহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের মারামারির কথা শোনা যায়। তবে এবার মারামারির ঘটনা ঘটেছে মাঝ আকাশে উড়োজাহাজের একটি ফ্লাইটে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এবং নিউজ১৮ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে মারামারি হয়েছে। যে দৃশ্যটির ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শার্টবিহীন এক যুবককে একই ফ্লাইটের সামনের সারিতে বসা অপর এক যাত্রীর সঙ্গে মারামারি করতে দেখা গেছে। শার্টবিহীন যুবকটি আসন বা অন্য কোনো বিষয়ে বেশ বিরক্ত হয়ে অন্য যাত্রীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তবে প্রথমে তাকে ওই যাত্রীর কাছ থেকে কিছু একটা টেনে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তিনি তা করতে ব্যর্থ সামনে বসে থাকা যাত্রীর ওপর চড়াও হন।
একপর্যায়ে তিনি ওই যাত্রীকে ঘুসি দেওয়ার চেষ্টা করেন। এরপরই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা সংঘর্ষ থামাতে ছুটে আসেন। তবে ভিডিওতে সামনে বসা যাত্রীর চেহারা দেখা যায়নি। অন্য সহযাত্রীরা ওই দুই যাত্রীর মারামারিতে হস্তক্ষেপ করেন এবং কান্নারত শার্টবিহীন ওই যুবকটিকে থামিয়ে মারামারিতে বাধা সৃষ্টি করেন।
যুবকটিকে এখনও শনাক্ত করা যায়নি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে এ ঘটনার তারিখ, ফ্লাইটের তথ্য ও মারামারির পেছনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বিতাঙ্কো বিশ্বাস নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন।