মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে বাংগরা বাজার থানা পুলিশ। পুলিশ জানায় ১৮/০১/২০২৩ইং বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে অত্র এসআই(নিঃ)/উমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় জরুরী ডিউটি ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১.১৫ ঘটিকার সময় বাঙ্গরা বাজার থানাধীন ০৬নং বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর সাকিনস্থ হাবিব মিয়ার বাড়ির সামনে দৌলতপুর টু মাধবপুর গামী পাকা রাস্তা উপর হইতে দেহ তল্লাশী করিয়া তাহাদের শরীরের পেটের সাথে বিশেষ কায়দায় লাগানো (বডি ফিটিং) নীল পলিথিন ও খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো সর্ব মোট ১২(বার) কেজি গাঁজা (মাদক দ্রব্য)সহ ৩ জন আসামি গ্রেপ্তার করে।
আটকৃত আসামি হলেন ১। কাজলী বেগম (৩৫), স্বামী-মৃত মোঃ জুয়েল খাঁ, পিতা-মোঃ রশিদ, সাং-চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, বাসা নং ১৯৫৯/৪, কায়েতপাড়া ইউপি, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ২। তানিয়া আক্তার (২২), স্বামী-মোঃ হৃদয়, পিতা-নুরুল ইসলাম, গ্রাম-আদমপুর গনি মিয়ার বাড়ি, পো-সাদেকপুর, থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া ও নয়ন তারা (৪০), স্বামী-মৃত ফজলু মিয়া, পিতা-মৃত আব্দুর রহিম, সাং- নবীপুর সিরাজ মিয়ার বাড়ি, পো-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
বাংগরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী জানান,এবিষযে আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে বাংগরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।