মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় জনসাধারণের মধ্যে একতা শান্তি ও সহযোগিতার জোরদারকরণের লক্ষ্যে এবং সামাজিক পরিবেশ উন্নয়নে খেলাধূলা বিষয়ক বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জনউদ্যোগ নেত্রকোণার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে কাটলি খেলার মাঠে
জনউদ্যোগ নেত্রকোণার আয়োজনে এ বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এস এম মহসিন আলম প্যানেল মেয়র নেত্রকোণা পৌরসভা।
অন্যদের মধ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দ পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা এর কেন্দ্র ব্যবস্থাপক মিনাল কান্তি সরকার, কল্পনা ও শিল্পী ভট্টাচার্যসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার।