আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার পাঁচ ডলারের ব্যাংক নোট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরিয়ে তাদের আদিবাসী সংস্কৃতির ইতিহাস প্রতিফলিত করবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিজেদের পাঁচ ডলারের ব্যাংক নোটে রানির ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। তবে পাঁচ ডলারের নোটের অপরপাশে দেশের সংসদের ছবিই থাকবে বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সরকার ছবি পরিবর্তনের বিষয়ে সমর্থন জানিয়েছে।

গত বছর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তবে রানি এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রানির মৃত্যুর পর প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে পাঁচ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি না দিয়ে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি যুক্ত করা হবে।

তবে শেষ পর্যন্ত আদিবাসীদের সংস্কৃতি জায়গা পাচ্ছে সেখানে। ব্যাংক নোটে এ পরিবর্তন আনতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।