বান্দরবানের থানচির রেমাক্রীর ব্রিজ-সংলগ্ন এলাকা থে‌কে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) ৩ সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাব। এসময় তা‌দের কাছ থে‌কে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকা‌ল ১২টার বান্দরবান র‌্যাব কার্যাল‌য়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের প্রদর্শন করা হয়। প‌রে বান্দরবান জেলা প‌রিষ‌দের হল রু‌মে এ বিষ‌য়ে সংবাদ সম্মেলন ক‌রেন র‌্যা‌বের আইন ও গণমাধ‌্যম শাখার প‌রিচালক খন্দকার আল মইন।

খন্দকার আল মইন ব‌লেন, বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়‌নের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোর ৫টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত অভিযান চলে। এসময় আগে থে‌কে অবস্থান নেওয়া জঙ্গি বা‌হিনী ও পাহাড়ি সন্ত্রাসীরা র‌্যাব‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। প‌রে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। গোলাগু‌লির ঘটনায় র‌্যা‌বের ৮ সদস‌্য আহত হ‌য়ে‌ছে। ২০ জন জ‌ঙ্গি সদস‌্যকে আটক করা হয়। এ অভিযান অব‌্যহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুন‌দের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছে‌ড়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। হিজরত করা এসব তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় পাহাড়ি সন্ত্রাসীদল। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠ‌নের নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টথ (কেএনএফ)। বিষয়‌টি জানার পর গত বছরের ১৭ অক্টোবর থে‌কে জ‌ঙ্গি ও সন্ত্রাস নির্মূল কর‌তে অভিযা‌নে না‌মে র‌্যাব ও সেনাবা‌হিনী।