কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক সাতই মাচ দিবস সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফ্রেবুয়ারী) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষিঅফিসার কেএম কাওছার হোসেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান তেফাজ্জল হোসেন তোফা ,আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু, পাঁচুপুর ইউপি চেয়রম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিগন এবং গনমাধ্যম সংবাদ কমীগন প্রমূখ।