ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামেই পর্ন সিনেমার শুটিং হয়েছে বলে অভিযোগ করেছে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব ‘নিস’। গত ২৯ জানুয়ারি ৩৬,১৭৮ জন আসন বিশিষ্ট স্টেডিয়ামে ‘নিস’-এর সঙ্গে ‘লিলি’-র ম্যাচ চলাকালীন সময়ে এই নক্কারজনক ঘটনা ঘটেছে। খবর-নিউজ এইটিন।
ক্লাবের কর্তাদের অভিযোগ, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাথরুমে পর্ন ছবি শুট করা হয়েছে। সেই ভিডিও প্রকাশ হওয়ার পর তা নজরে আসে ক্লাব কর্তাদের। ভিডিও দেখা তারা চিনতে পারেন ভিডিওটি তাদের স্টেডিয়ামের বাথরুমে শুট করা হয়েছে। মাঠে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটলা তা অবাক করেছে ক্লাব কর্তাদের। ঘটনার পেছনে কে বা কারা দায়ী তা বুঝে উঠতে পারছেন না ‘নিস’-এর ক্লাব কর্তারা।
ইতিমধ্যেই এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লাব কর্তা থেকে শুরু করে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিদকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইরের কেউ এমন কাজ করার সাহস পাবে না।
এদিকে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্লাব কর্তারা।