অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১জন নিহত হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি ওই ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার ছোট ভাই জুলহাস হাসপাতালে এসে আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন। তিনি ওই ভবনে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।’
এদিকে, বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহা ১২তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন। তিনি আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এই ঘটনায় আহত আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২২ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।