তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে এক শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নুরুল মিয়া রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ছাতির মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় নবজাতক শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমেদ অভিযান চালিয়ে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকা থেকে নবজাতক শিশু হত্যা মামলার আসামি ও শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেন।
রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত নুরুল মিয়া রাজনগর থানার মামলা নং-০৪, ০৮/০১/২০২৩ইং, ধারা-৩০২/২০১/১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।