হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানায় একটি ঔষধের দোকানের শার্টারের তালা ভেঙ্গে চার লক্ষাধিক টাকার বিভিন্ন ঔষধ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার ১১ মাইল বাজারের মাসুদ ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে গতকাল মঙ্গলবার গভির রাতে এ চুরি হয় । এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম (৬৫) বাদী হয়ে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে ঘটনার দিন রাত পৌনে বারোটার দিকে মামলার বাদী দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। পরদিন বুধবার সকাল ৮ টার দিকে দোকান খুলতে এসে দেখতে পায় তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা চার লক্ষাধিক টাকা মূল্য মানের বিভিন্ন ঔষধ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, মামালা দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি চোর সনাক্ত করে চুরি করে নিয়ে যাওয়া ঔষধ উদ্ধার ও চোর চক্রকে আটক করা হবে।