ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : জুয়া খেলার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে  উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকার দোল মেলার জন্য নির্ধারিত স্থানে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়ারী হাতেনাতে গ্রেফতার হন। অন্যরা পালিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত শামসুল হকের ছেলে জিয়াউর রহমান জিয়া(৪৫), একই ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আকবর আলীর ছেলে এরশাদুল হক (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মৃত আফাজ চৌধুরীর ছেলে হুমায়ুন কবির বিপ্লব চৌধুরী (৪৫), একই গ্রামের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৩৮) একই ইউনিয়নের রামরামসেন গ্রামের শহীদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪) ভাঙ্গামোড় গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।