ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক চোরাকারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। ফুলবাড়ী থানার এসআই ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে লিটন আলী (৩১) ও একই জেলার লালপুর থানার বেলগাছি গ্রামের আজাহার আলীর ছেলে জয়নাল আবেদীন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।