জাতীয় ডেস্কঃ চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। চলতি বছর হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। এই অর্থ ঢাকার হজ অফিস থেকে দেয়া হবে। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের ১১ হাজার ৭২৫ টাকা ফেরত দিতে নিবন্ধনকারী হজ এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে।

কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর আগামী ২৭ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হয়েছে।