তিমির বনিক,মৌলভীবাজার জেলাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৭ মার্চ  সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবেরেরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় মহানায়কের প্রতিকৃতিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *