পারভেজ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ শামসুল হক নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা। গত শনিবার র‌্যাব-১২ এ বিষয়টি নিশ্চিত করেছে।

গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল  দুপুর ২ টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলত্ব ঢাকাগামী মহাসড়কের ফুড ভিলেজ এর সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল  জব্দ করা হয়।

আটক মাদক ব্যাবসায়ী হলেন- রাজশাহী গোদাগাড়ী থানার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মোঃ শামসুল হক (৪৫), পিতা- মৃত মন্তাজ আলী।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব ১২’র মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জাহামান।