মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ মাস্ক পড়ার অভ্যাস, কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাঠে নেমেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।

রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ মহামারী আক্রান্তের দ্বিতীয় ঢেউ রোধকল্পে ডোমার বাজারে যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ট্রাফিক ইন্সপেক্টর মোকাররম হোসেনসহ থানা পুলিশের একটি দল।

এসময় ওসি মোস্তাফিজার রহমান পথচারি, শ্রমিক, যানবাহন চালকদের মাস্ক পড়িয়ে দিয়ে সবাইকে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে হবে। জনসরাগম বা ঝুকিপূর্ণ জায়গা এড়িয়ে চলতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *