আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যে কিং সুপারস নামে একটি মুদি দোকানে গতকাল সোমবার এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যার নাম এরিক ট্যালি (৫১)। তাঁর মৃত্যুতে বোল্ডার পুলিশ বিভাগ শোক প্রকাশ করেছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকা স্থবির করে রেখে এই গোলাগুলি চালায় ওই বন্দুকধারী। এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে পুলিশের মুখোমুখি হওয়ার এক ঘণ্টা পর উদোম গায়ে থাকা ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সুত্রঃ ইউএসএ টুডে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *