ডিবিএন ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৫২ জনের মৃত‌্যু হয়েছে। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬। একই সময়ে করোনায় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

নতুন করে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং মারা যান ৪৫ জন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *