বুধবার (২৮ এপ্রিল) হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার কে গ্রেফতার করেছে র‌্যাব। দিবাগত রাত ১২ টার দিকে নগরীর লালখান বাজারের তিার পরিচালনাধীন জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদ্রাসা এক কর্মচারী সিএনবিডি টিভি কে বলেন, রাত সাড়ে এগারোটার দিকে প্রায় ২ টি র‌্যাবের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। তারপর শায়খেএর বাসায় গিয়ে শায়খ কে ডেকে নিয়ে যান।

তার সাথে আর কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে চাইলে সে বলে, তার সাথে আর কাউকেই গ্রেফতার করা হয় নি। শুধু শায়খ কে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল মুফতি হারুন ইজহারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকজন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে নিজেদের হেফাজতে নিলো আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বেশিরভাগকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *